গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়
শাজাহানপুর, বগুড়া
স্মারক ন. ০৫.৫০.১০৮৫.০০০.০৫.০০৮.১৩- ১০৩৭ তারিখ :
বিজ্ঞপ্তি
নির্বাচন কমিশন সচিবালয়ের ১৫ মে ২০১৩ তারিখের ১৭.০০.০০০০.০৩৪.৪০.০০১.১২-৬৮ ন. স্মারক এবং স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের ৩ জুন, ২০১৩ তারিখের ৪৬.০৪৬.০১৮.০০.০০. ০৩৬.২০১২-৫৯৮ ন. স্মারক এবং জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার ১৬/০৬/২০১৩ তারিখের ৪৬.৫০.১০০০.০১০.৫০.০০৪.১৩. ৪৯৬(১২) ন. স্মারক পত্রের আলোকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি-৪ এবং বিধি-৫ মোতাবেক আমি মো. আব্দুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার
ও সীমানা নির্ধারণ কর্মকর্তা, শাজাহানপুর, বগুড়া, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ধারা ৬ এর উপধারা (১) এর দফা (ঙ) অনুসারে
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সংখ্যা ও এলাকা নির্ধারণপূর্বক প্রাথমিক তালিকা প্রকাশ করছি। যা নিম্নরূপ :-
ক্রমিক ন. | সংরক্ষিত আসন নম্বর | এলাকা (ইউনিয়ন/পৌরসভা) |
১। | সংরক্ষিত আসন নম্বর-০১ | (১) গোহাইল ইউনিয়ন (২) খরনা ইউনিয়ন (৩) আশেকপুর ইউনিয়ন (৪) বগুড়া পৌরসভা (১৩ ন. ওয়ার্ড ও ১৪ ন. ওয়ার্ড) |
২। | সংরক্ষিত আসন নম্বর-০২ | (১) মাদলা ইউনিয়ন (২) মাঝিড়া ইউনিয়ন (৩) খোট্টাপাড়া ইউনিয়ন (৪) বগুড়া পৌরসভা (২১ ন. ওয়ার্ড) |
৩। | সংরক্ষিত আসন নম্বর-০৩ | (১) আড়িয়া ইউনিয়ন (২) আমরুল ইউনিয়ন (৩) চোপিনগর ইউনিয়ন |
উক্ত প্রাথমিক তালিকা সম্পর্কে কারো কোন আপত্তি বা পরামর্শ থাকলে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী ১০(দশ) দিনের মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারীকে জানানোর জন্য অনুরোধ করা হল।
মো. আব্দুর রহমান
উপজেলা নির্বাহি অফিসার
শাজাহানপুর, বগুড়া
এবং
সীমানা নির্ধারণ কর্মকর্তা
স্মারক ন. ০৫.৫০.১০৮৫.০০০.০৫.০০৮.১৩- ১০৩৭(৬০) তারিখ :
অনুলিপি সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হল :
১। সচিব, স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,স্থানীয় সরকার বিভাগ,বাংলাদেশ সচিবালয়, ঢাকা
২। সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, শেরে বাংলা নগর, ঢাকা
৩। বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী
৪। জেলা প্রশাসক, বগুড়া
৫। মেয়র, বগুড়া পৌরসভা
৬। আঞ্চলিক নির্বাচন অফিসার, রাজশাহী অঞ্চল, রাজশাহী
৭। জেলা নির্বাচন অফিসার, বগুড়া
৮। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শাজাহানপুর, বগুড়া
৯। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শাজাহানপুর, বগুড়া
১০। উপজেলা নির্বাচন অফিসার, শাজাহানপুর, বগুড়া
১১। উপজেলা ............................................. কর্মকর্তা, শাজাহানপুর, বগুড়া
১২। চেয়ারম্যান, .............................. (সকল), ইউনিয়ন, শাজাহানপুর, বগুড়া।
তার এলাকায় বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল
১৩। নোটিস বোর্ড/www.shajahanpur.bdgovportal.com
উপজেলা নির্বাহি অফিসার
শাজাহানপুর, বগুড়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস