সম্রাট শাজাহান নির্মিত ঢিবি । জলদস্যুদের হাত থেকে অত্র এলাকার জনসাধারনদের বিষোক্রিয় গভির রাতের ঘুমহীন জীবন মানুষের আহাজারি রক্ষার জন্য সম্রাট শাজাহান সেনা ছাউনি তৈরি করেন । জানা যায় অত্র এলাকায় নদীপথে যখন জলদস্যুরা হানা দিত তখন জন সাধারণের কিছু করার থাকতো না। সাধারন জনগনের মালামাল নগদ টাকা পয়সা যা পেতো সবকিছু নিয়ে যেতো । এমন সময়ে অত্র এলাকার সাধারন জনগনের আহাজারি থামানোর জন্য সম্রাট শাজাহানপুর এই এলাকায় চলে আসেন। জলদস্যুরা যখন আসতো দুর থেকে যেন বুঝাযায় তার জন্য সম্রাট শাজাহান উক্ত ঢিবি নির্মাণ করেন। ঢিবির উপর দাড়িয়ে থেকে রাতে পাহারা দেয়া হতো জলদস্যু আসছে কিনা এবং উক্ত ঢিবিতে দাড়ালে বুঝা যেত যখন জলদস্যুরা আসতো ততখনাৎ সবাই সাবধান হতো এবং জলদস্যুদের প্রতিহতো করতো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS